পাটকেলঘাটায় সহকারী কমিশনার (ভূমি)’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:১৮ পিএম
পাটকেলঘাটায় সহকারী কমিশনার (ভূমি)’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পাটকেলঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান এর সাথে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল মমিন, সিনিয়র সহ সভাপতি নাজমুল হক খান, সহ সভাপতি অধ্যাপক নাজমুল হক, সাধারণ সম্পাদক ইয়াছীন আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক আতাউর রহমান, সাহিত্য সাংষ্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আবু হোসেন, এম এম জামান মনি, নাজমুল হাসান মিঠু, বিশ্বজিৎ চক্রবর্তী, নব কুমার দে প্রমুখ। এসময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান বলেন, আমার অধঃস্থন কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছি আমার প্রশাসনের সর্বক্ষেত্রে স্বচ্ছতা চায়। এবং আমি স্বচ্ছ লোকদেরকে ভালবাসি। কোন রকম দূর্ণীতি প্রশ্রয় দিব না। সকলের সাথে ভাল ব্যবহার করার কথা তিনি বলে দিয়েছেন। তিনি জনগণের উন্নয়নের জন্য সকলদের কাছে সহযোগীতা কামনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে