শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,ফ্যাসিবাদীরা বার বার ফিরে আসার চেষ্টা করবে, ফ্যাসিবাদী শক্তিকে চিরস্থায়ী ভাবে বাংলাদেশে মাটি চাঁপা দেয়া, এদের প্রতিহত করা আমাদের প্রধান কাজ, মাটি চাঁপা দেয়ার পরও তারা আবার মাটি থেকে বের হওয়ার চেষ্টা করবে তাই তা প্রতিহত করার জন্য ছাত্র-জনতাকে ভিজিল্যান্ট থাকতে হবে। মাঝে মাঝে ৫ আগষ্ট শক্তির মধ্যে ভুল বোঝাবিাঝি হচ্ছে এটা হতে দেয়া যাবে না, ৫ আগষ্ট এর সমস্ত শক্তি এক সাথে থাকতে হবে। যাতে অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে সুযোগ না পায় । আমাদের ঐক্য এবং সংগ্রামের স্বার্থে আমাদের সকলকে এক থাকতে হবে। তিনি রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জুলাই গণঅভ্যূল্থানে শহীদ পরিবারবৃন্দের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ব মন্ত্রনালয় মুক্তযোদ্বাদের যেভাবে দায়িত্ব নিয়েছে এ সরকার জুলাইয়ের যোদ্বাদের দায়িত্ব নিবে সেজন্য অধিদপ্তর করা হয়েেেগছে যেন তাদের সাপোর্ট দেয়া যায়। জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এর সভাপতিত্বে সভায় শহীদ পরিবারের সদস্য আনিছ চৌধুরী,সানাওল্লা,হামিদা বানু,সাইফুল সাংবাদিক সাকিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্বাসিফাত,আদ্রিতা ইবনে নাবিলা বক্তব্য রাখেন । এ সময় জুলাই আন্দোলনে শহীদরেও স্মৃতি চারণে পুরো মিলনায়তন শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। পওে শহীদ পরিবার ও আহতসদস্যদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিবাদীদের বিচারকাজি সম্পন্ন না করা পর্যন্ত কোন ধরনের নির্বাচন হতে না করতে জোড় দাবী জানান। পওে উপদেষ্টা আদিুলর রহমান খান জেলা ষ্টেডিয়ামে তারুণ্যমেলায়ি বিজয়ী খেলোয়ার মধ্যে পুরস্কার বিতরণ করেন।