আতংকে গ্রামবাসী

বেনাপোলের কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৪ পিএম
বেনাপোলের কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা

বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় এক কৃষক পরিবারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।  হামলার ঘটনায় আহত হয়েছে ৫ জন। শনিবার রাতে  কবীর হোসেনের বাড়ীতে গোগা ইউনিয়নের  বি এন পির  সাধারন সম্পাদক হামিদ সর্দারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান কৃষক কবীর হোসেন।  এ সময় আহত হয়েছে  আয়ুব হোসেন, মোক্তার আলী, কবীর হোসেন, ফারুক হোসেন ও  জুলফিকার আলী। প্রত্যক্ষ দর্শিরা জানান শনিবার রাত  সাড়ে দশ টায় কবীর হোসেনের বাড়ীতে ৫০/৬০ জন লোক এসে তার বাড়ীতে হামলা চালিয়ে পরিবারের ৬ জন কে বেদম মারপিট করে।  এ সময় তারা বাড়ীতে থাকা মহিলাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান তাদের প্রতিবেশী  ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। কবীর হোসেনের এ জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে  আসছিল ইসমাইল হোসেন। গত ৫ ই আগষ্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দু-পক্ষের মধ্যে মনোমালিণ্য চলছিল। বিষয়টি নিয়ে  বিচার ও শালীস হয়েছে  কয়েক বার। গত কয়েকদিন আগে গোগা ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক হামিদ সর্দার কবীরের কাছে ২লাখ টাকা চাঁদা চায়। কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে  সন্ত্রাসী ও  ৫টি মাদক মামলার আসামী  বি এনপি নেতা হামিদ সর্দার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সসস্ত্র  হামলা চালায় কবীরের পরিবারের উপর। এ ঘটনায় কালিয়ানী গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শনিবার রাত ১১ টা থেকে এলাকাটি পুলিশ ও বিজিবির নজরদারিতে রয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান কালিয়ানী গ্রামে মারামারির  ঘটনা ঘটেছে। আমি সেখানে সরজমিনে গিয়েছি। মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে