স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। ওই গৃহবধূ বাড়িতে অবস্থান নিলে স্বামী তার বাড়ি থেকে পালিয়ে যায়। গত ২৬ জানুয়ারি রোববার সকাল থেকে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের মমতাজ মেম্বারপাড়ায় তাহির উদ্দিনের ছেলে আরাফাত ফেরদৌসের বাড়িতে অবস্থান গ্রহণ করেন ওই গৃহবধূ। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অনশনরত গৃহবধূ নওগাঁ জেলার সদর উপজেলার খাস নওগাঁ গ্রামের নরেশ মন্ডলের মেয়ে। তার সঙ্গে ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের মমতাজ মেম্বারপাড়ার তাহির উদ্দিনের ছেলে আরাফাত ফেরদৌসের। পরিচয় থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমকে বাস্তবে রুপ দিতে ওই গৃহবধূ সনাতন ধর্ম ত্যাগ করে আদালতের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের প্রায় ২ বছরের সংসার। ওই গৃহবধূ আরও জানান, এরই মধ্যে স্বামী আরাফাত তার ৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গত ১০দিন ধরে আরাফাত বাসায় নেই এবং তার কোনো খোঁজ পাচ্ছিলেন না। ইতিমধ্যে আরাফাত ওই গৃহবধূকে একতরফা তালাকনামা পাঠিয়ে দিয়েছেন। তাই তাকে খুঁজতে তার গ্রামের বাড়িতে এসেছি। আমি তার সংসার করতে চাই। স্থানীয়রা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কম-বেশি সব মানুষই তাদের বিয়ের বিষয়ে অবগত রয়েছেন। যেহেতু মেয়েটি ধর্ম পরিত্যাগ করে এসেছেন, তাই আরাফাতের উচিত হবে তাকে নিয়ে সংসার করা। এদিকে, আরাফাত ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় কোনোরকম যোগাযোগ করা যায়নি। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।