পাংশায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:৫৯ পিএম
পাংশায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার পাংশা উপজেলায় আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ জানুয়ারি সকাল ১০.৩০ মি: পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা'র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে  উপজেলার সরকারি কর্মকর্তা সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের অফিসারবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের অফিসার বৃন্দ উপজেলার বিভিন্ন ধরনের সমস্যা সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, পাংশা উপজেলার সমৃদ্ধি ও সম্ভাবনার কথা শুনে আমি আপ্লুত। আমি সবাইকে নিয়ে পাংশার উন্নয়নে কাজ করতে চাই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে