লাকসাম উপজেলা প্রসাশন ও লাকসাম পৌরসভার উদ্যেগে উপজেলা ও পৌরসভার সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম পৌরসভা ভবনের সামনে উদ্বোধন করেন লাকসাম উপেজেলা নির্বাহী অফিসার মোঃ কায়সার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা সাবেক মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমদ, পৌরসভা বিএনপি আহবায়ক আবুল হাশেম মানু, উপজেলা বিএনপি সদস্য সচিব আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আকতার হোসেন, প্রধান সহকারী আবুল খায়ের, লাকসাম প্রেস ক্লাব আহবায়ক মনির আহমদ, লাকসাম প্রেস ক্লাব সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাধার সম্পাদ মজিবুর রহমান দুলাল, সিনিয়র সাংবাদিক এমএসআই জসিম প্রমুখ। পরে লাকসাম উপেজেলা নির্বাহী অফিসার মোঃ কায়সার হামিদের নেতৃত্বে পৌরসভা ভবনের সামনে হতে বিভিন্ন সড়কের পাশে থাকা ময়লা ও কাগজপত্র হাতে তুলে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন এবং মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন। ইউএনও মোঃ কায়সার হামিদ বলেন আমি যতদিন দায়িত্বে আছি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।