মাদারীপুরে জমি দখলে নিতে ঘরবাড়ি গুঁড়িয়ে দিলো প্রতিপক্ষ

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:১১ পিএম
মাদারীপুরে জমি দখলে নিতে ঘরবাড়ি গুঁড়িয়ে দিলো প্রতিপক্ষ

মাদারীপুরের শিবচরে বিবাদমান জমি দখল নিতে আবু ছালেহ মুছা নামে এক সাংবাদিকের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পরে গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার সকালে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ‘মফিতুল্লাহ হাওলাদারের কান্দি’ গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আবু ছালেহ মুছা ‘মফিতুল্লাহ হাওলাদারের কান্দি’ গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও অভিযুক্ত সাদ্দাম বেপারী একই এলাকার দাদন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, আবু ছালেহ মুছার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে প্রতিবেশী সাদ্দাম বেপারীর। এই বিরোধের জেরে সকালে সাদ্দাম বেপারী ও তার আত্মীয় শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে অর্ধশত মানুষ ওই সাংবাদিকের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের পর বসতঘর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। 

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গেলে সটকে পড়ে হামলাকারীরা। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকেই আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে হামলাকারীদের ৬টি মোটরসাইকেল জব্দ করে প্রশাসন।

এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অস্বীকার করেছে অভিযুক্ত শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে শিবচর থানা পুলিশ।

ভুক্তভোগী আবু ছালেহ মুছা বলেন, ‘জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। এজন্য এভাবে ভাঙচুরের পর লুটপাট করে ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে এটা কখনই ভাবতে পারি নাই। হামলার ঘটনায় আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম বেপারী বলেন, ‘দীর্ঘদিন আমাদের জমি জোর করে দখলে রেখেছিল, আমি দলিলমূলে ওই জমির মালিক। কে বা কারা হামলা কিংবা ভাঙচুর করেছে, এ ব্যাপার আমার জানা নেই।’

শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘আমি এই ঘটনার সাথে জড়িত নয়। তবে আমার চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে দ্বন্দ, সেখানে এই হামলা হতে পারে। আমি একটি বিয়ের অনুষ্ঠানে দূরে আছি। তাই এর বাইরে বেশি কিছু বলতে পারছি না।’

মাদারীপুরেরর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, ‘সাংবাদিকের বাড়িতে হামলার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর আগে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। তাদের রেখে যাওয়া ৬টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এছাড়া এ ব্যাপারে নেয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে