পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

এফএনএস (মোঃ আল আমিন শাওন; শরীয়তপুর) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০১:১৭ পিএম
শরীয়তপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শরীয়তপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪ সম্পন্ন ও পুরস্কার  বিতরণ করা হয়েছে।

রোববার  (২৬ জানুয়ারি ২০২৫) বিকাল ৫ টায় শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ শরীফ-উজ-জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক, যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুর এর উপ-পরিচালক শ্যামল চন্দ্র মালাকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক মো: নরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক দুলাল খান, আব্দুস সামাদ বেপারী, সাইফুর রহমান রাজ্জাক, এ্যাড. রুহুল আমিন প্রমূখ।

নড়িয়া উপজেলা বালক দল ডামুড্যা উপজেলা বালক দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং নড়িয়া উপজেলা বালিকা দল শরীয়তপুর সদর উপজেলা বালিকা দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে