যেকোনো জায়গায় মোবাইল চুরি বা হারিয়ে গেলে তা উদ্ধারে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছে জামালপুর সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। আর তথ্য ও প্রযুক্তি মাধ্যমে একেরপর এক হারানো ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছে সরিষাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী থানায় এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
তিনি আরো বলেন,পুলিশের আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে তা উদ্ধার করেন।হারানোর মাত্রই জিডি বা অভিযোগ দায়ের করলে পুলিশ মোবাইল ফোন উদ্ধার সহ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে পুলিশ তাদের সহায়তা করতে প্রস্তুত।
এসময় চলতি মাসে চুরি ও হারিয়ে যাওয়া ২০ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া, পুলিশ উপ পরিদর্শক সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ সহ মোবাইল ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।