দেলবাড়ীয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প

এফএনএস (মোঃ শওকত আলী শরীফ; নগরকান্দা, ফরিদপুর) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৩:৩২ পিএম
দেলবাড়ীয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দেলবাড়ীয়া ঈদগাহ মাঠে  ফরিদপুরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ  কামরল হাসানের উদ্যোগে এবং আহমদিয়া আই হসপিটালের সহযোগিতায়  ফ্রি চক্ষু চিকিৎসা  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ জানুয়ারি)  সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন— ৩ জন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রফেসর আমজাদ হোসেন, ডাঃ এ কিউ এম রফিকুজ্জামান এবং ডাঃ কামরল হাসান  এর তত্ত্বাবধায়নে প্রায়  ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেয়া হয়। এবং সকল রোগীদেরকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।  এদের মধ্যে ৭৮ জন রোগীকে বিনামূল্যে অপারেশন করানোর জন্য ফরিদপুর প্রেসক্লাব সংলগ্ন আহমদিয়া আই হসপিটালে নেওয়া হয়। এই ৭৮ জন রোগীর মধ্যে  সোমবার রাতে ৪০ জনের ফ্রি  অপারেশন করা হয়েছে এবং মঙ্গলবার রাতে বাকি ৩৮ জনের  অপারেশন করা হবে। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা নগরকান্দার কৃতি সন—ান  ডাঃ কামরল হাসান  বলেন,প্রতি বছরই আমি আমার এলাকার মানুষকে ফ্রি চক্ষু চিকিৎসা  সেবা দিতে ফ্রি চক্ষু  ক্যাম্পের আয়োজন করি।  জন্মস্থানের  মানুষের প্রতি আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে