ক্ষেতলালে গলা কেটে ভ্যান ছিনতাই, আটক ২

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ক্ষেতলালে গলা কেটে ভ্যান ছিনতাই, আটক ২

জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী অটোভ্যানে চালকের গলা কেটে   ভ্যান নিয়ে পালানোর সময় জনতার হাতে  আটক। গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।  স্থানীয়রা আহত ভ্যান চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।  ২৭ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কে হোপ সেতু এলাকায় এঘটনা ঘটে। আহত  ভ্যানচালক সাইফুল ইসলাম (৫০) ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের লাজেম উদ্দিনের ছেলে।

আটককৃত দুই ছিনতাইকারী হলেন, জয়পুরহাট সদর উপজেলার ঘেনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫)  ও একই উপজেলা গুয়াবাড়িঘাটের  স্বপন হোসেন (৫০)।

থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার পর জয়পুরহাটের চৌমুহনী এলাকা থেকে ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া যাওয়ার কথা বলে দুই ছিনতাইকারী  সাইফুলের ব্যাটারিচালিত ভ্যানে উঠেন । চালক ভ্যান নিয়ে হোপ সেতু এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে রাস্তায় ফেলে দিয়ে ভ্যান নিয়ে চলে যায়। এসময় ওই রাস্তাদিয়ে দুই পথচারী মটর সাইকেল নিয়ে যাচ্ছিল, ভ্যানচালক সাইফুল আহত অবস্থায় রাস্তার উপর পরে কাতরাতে থাকে। তাকে দেখে ওই দুই মটর সাইকেল আরহী ভ্যানচালকের নিকট দাঁড়ালে ঘটনাটি  জানায়। তারা ঘটনাটি পার্শ্ববর্তী  হোপগ্রামে লোকজনদের জানালে তাঁরা ছিনতাইকারীদের ধাওয়া করে ভ্যানসহ ওই দুই ছিনতাইকারীকে  ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। 

স্থানীয়রা আহত ভ্যানচালক সাইফুলকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। তার অবস্থার উন্নতি না হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এঘটনায় ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, গতরাতে দুই ছিনতাইকারী এক ভ্যানচালকের গলাকেটে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগনের হাতে আটক হয়। পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তার ছেলে বাদী হয়ে  ছিনতাইকারীদের বিরুদ্ধে দস্যুতার মামলা করেছে। আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে