দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র এর বিরুদ্ধে অনাস্থা এনে রেজুলেশন দিয়েছেন প্যানেল চেয়ারম্যান সহ ১২জন ইউপি সদস্য। গত ২৬- ১২-২০২৪ ইং তারিখে সকাল ১১টায় ইউপি কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান-১ মোঃ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্যরা বলেন, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অর্থ আত্বসাৎ, ইউপি সদস্যদের কে বিভিন্ন হয়রানী এবং হুমকী সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন। ইতি পূর্বে চেয়ারম্যানের বিরুদ্ধে কাহারোল থানায় মামলা হয়েছে মামলা নং- ২, দিনাজপুর মামলা নং- ২৭ উক্ত মামলায় ১১/১১/২০২৪ হইতে ২৬/১২/২০২৪ইং তারিখ পর্যন্ত জেলখানায় ছিলেন। অনাস্থা প্রস্তাবটি স্মারক নং ৪৬৯.০৭.২৭৫৬.০৬৩.০৬.০১০.২১-১২২৯ তারিখে ২৯/১১/২০২৪ প্রেরন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ব্যবস্থা গ্রহনের জন্য। প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরিত পত্রে।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে মঙ্গলবার বিকেলে আমার প্রতিনিধির কথা হলে তিনি জানান, সমবায় কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজ ২৮/০১/২০২৫ইং তারিখের মধ্যে চেয়ারম্যানকে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। চেয়ারম্যানের জবাব পেলে আইনমোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে সমবায় কর্মকর্তা মোঃ সারোওয়ার মুর্শেদ জানান, আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে এই বিষয়টির বিষয়ে পত্র দেওয়া হয়েছে এবং ২৮/০১/২০২৫ইং তারিখের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত তদন্ত কর্মকর্তাকে তার অফিসে পাওয়া যায় নাই। তার মুঠো ফোনটি বন্ধ রয়েছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান যে সকল অভিযোগ আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে তা সঠিক নয়।