নোয়াখালীতে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

এফএনএস (ইকবাল হোসেন সুমন; নোয়াখালী) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৩ পিএম
নোয়াখালীতে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

নোয়াখালী সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এম.রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম প্রমূখ।

অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে