মোল্লাহাটে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৬:১০ পিএম
মোল্লাহাটে মায়ের বিরুদ্ধে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে এক মায়ের বিরুদ্ধে তার নিজের মেয়েকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দারিয়ালা গ্রামে গত ২৩ জানুয়ারী বুধবার সকাল ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ, কামড়িয়ে ও গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর জখমী মেয়ে মরিয়ম (১২)কে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তার পিতা ও ফুফু।

ভিকটিমের ফুফু খালেদা খাতুন ও পিতা ইনদদুল জানান, প্রায় ১৩ বছর পূর্বে দারিয়ালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম শেখের ছেলে ইনদাদুলের সাথে কাচনা গ্রামের রব শেখের মেয়ে জাকিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটিমাত্র মেয়ে মরিয়মের জন্ম হয়।

স্বামী ইনদদুল বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে। স্বামী তার কাজে গেলে স্ত্রী জাকিয়াও বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দিন শেষে ঘরে ফিরে। এনিয়ে জিজ্ঞাসা করলে জাকিয়া তার স্বামীর কাছে ডিভোর্স চায়। স্বামী ডিভোর্স দিতে রাজি না হওয়ায় প্রায় সময় স্বামীকে খুন জখমের হুমকি দেয়। একপর্যায়ে গত ১২ জানুয়ারী রাতে স্বামীকে দা নিয়ে কোপাতে উদ্ধত হয়। যে কারণে ভয়ে রাতে অন্য ঘরে রাত্রিযাপন করে ইনদাদুল। ১৩ জানুয়ারী সকাল ১১টার দিকে স্বামীকে না পেয়ে নিজের মেয়েকে ঘরের দরজা বন্ধ করে শুরু করে মারধর, এতে মেয়ে চিৎকার করলে শ্বাস রোধে হত্যা চেষ্টা করে, মেয়ের চেষ্টায় শ্বাস রোধে ব্যর্থ হলে তাকে কামড়ে ও গ্যাসের চুলার আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন ওই ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢ়ুকে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে মরিয়মকে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ওই ঘটনার বিচার দাবি করেন ভিকটিমের পিতা ও ফুফু। আবারো যেন কোন ক্ষতি করতে না পারে সে জন্য সোমবার (২৭ জানুয়ারী) মোল্লাহাট থানায় জিডি করা করেন ভিকটিমের পিতা।

এবিষয়ে সাক্ষাৎ না পাওয়ায় মা জাকিয়া খাতুনের বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

আপনার জেলার সংবাদ পড়তে