গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাগরী ইউনিয়নের পাড়াবর্তা এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। ঐ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মাটি কাটায় জড়িত ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালীয়ান্ড এলাকার মুসা মল্লিক এর ছেলে আবুল হোসেনকে (৩৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালিয়ান্ড গ্রামের মুসা মল্লিকের ছেলে।