শৈলকুপায় অস্ত্রসহ গ্রেফতার ১

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ পিএম
শৈলকুপায় অস্ত্রসহ গ্রেফতার ১

ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রসহ জামিরুল ইসলাম কানাই (৫০) নামের এক ব্যক্তিকে  আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) ভোরে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক জামিরুল ইসলাম কানাই উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুদিয়া গ্রামের  মৃত্যু জুমারত মন্ডলের ছেলে। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাতলাগাড়ি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে  একটি দেশি তৈরি পিস্তল  উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি  অস্ত্র মামলা দায়ের হয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে শৈলকুপা থানায়  অস্ত্র মামলাসহ একাধিক  মামলা রয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে