ট্রাফিক পুলিশের কারণে টাকা ফেরত পেল এক বৃদ্ধা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৪:৫০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ট্রাফিক পুলিশের কারণে টাকা ফেরত পেল এক বৃদ্ধা

 রংপুরে ইসলামী ব্যাংকের সামনে টাকা ছিনতাইকারী গ্রেফতার।  (২৬ নভেম্বর) বুধবার সকাল ১১টায় নগরীর কামালকাছনা এলাকাবাসী মোঃ আজগর হোসেন (৬৫), ইসলামী বাংক রংপুর শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তলন করে ব্যাংকের নিচে নেমে জাহাজ কোম্পানী মোড় না যেতেই ৪ জন ছিনতাইকারী তাকে আটক করে পকেট থেকে ১ লক্ষ টাকার একটি বান্ডিল বের করে নিয়ে পালিয়ে যেতে ধরে। 

এ সময় জাহাজ কোম্পানী মোড়ে দায়িত্বরত মোট্রোপলিটন ট্রাফিক পুলিশের এটিএসআই দক্ষিন মোঃ মাহামুদ আকবর ঘটনাস্থলে তাদের ১জন ছিনতাইকারী তুহিনকে আটক করে ও বাকি ৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানার এসআই তপন এসে সিন্তাইকারী  তুহিন ইসলাম, পিতাঃ সহিদ@ মাইদুল, সাং এডোর হ্যালোপাড়া সদর বগুড়া জেলা, দয়কে গ্রেফকার করে থানায় নিয়ে যায়।   এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে