ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময়ে শিক্ষকদের উদ্দেশ্যে অমর্যাদাকর বক্তব্যের প্রতিবাদে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে। গতকাল বুববার বিকেল চারটায় উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন ওই সমন্বয় পরিষদের উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন, ভাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ খোকন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে তারা জানান, গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরী সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা  বলেন " আমি শিক্ষকদের বলবো,যদি সমাজে আপনাদের যে শ্রদ্ধা জায়গা আছে, সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় বা তাহলে শিক্ষকতা পেশাকে অর্থ মূল্যে বিবেচনা করা যাবে না। যারা মনে করবেন যে, না আমার পোষাচ্ছ না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবে না,অন্য পেশায় চলে যান" এমন স্বৈরাচারের ভাষায় এই মন্তব্য করেছেন। তাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছেন। তারাও আরোও জানান, গত বছর ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ ও প্রাথমিক শিক্ষার নানামুখী সংস্কারের জন্য একটি পরামর্শ কমিটি গঠন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদের নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট পরামর্শক ওই কমিটি কাজ করবে। সেই পরামর্শক কমিটির রিপোর্ট বা সুপারিশ ভিত্তিতে কাজ করবে সরকার। কিন্তু প্রাথমিক শিক্ষকদের প্রতি উপদেষ্টার নানারকম নেতিবাচক মন্তব্যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না পরামর্শ কমিটি। " বস ইস অলওয়েজ রাইট" নীতিতে তারা প্রতিবেদন করছে বলে তারা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়েছেন বলে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে