চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি ড্রেজার জব্দসহ ১৬ জনকে আটক করা হয়েছে। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল। তিনি জানান, আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পায় নৌ পুলিশের পুলিশ সুপার। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই শেষে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়। পরে অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সর্বমোট ৮টি ড্রেজার জব্দ এবং ১৬ জনকে (সুকানি ও মিস্ত্রি) আটক করা হয়। তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। অভিযানে চাঁদপুর জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার(ভূমি) ইমরান হোসেনসহ নৌপুলিশের বেশ কয়েকটি ইউনিট অংশ গ্রহণ করেন।