চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায়, মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়ার তত্ত্বাবধানে চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর সদর মডেল থানার এসআই(নিঃ)নাদির শাহ্, এএসআই(নিঃ) মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর শহরের লঞ্চ টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মডেল থানা পুলিশ লঞ্চঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আটক মাদক ব্যবসায়ী সুমন (৩৪), পিতা-মোঃ মতলব হোসেন ছৈয়াল, মাতা-মোছাঃ ফজলুন্নেছা, সাং-ছৈয়াল বাড়ী, ব্রাহ্মণসাকুয়া, ৯নং ওয়ার্ড, ৮নং বাগাদী ইউপি, মোঃ সুমন (৩২), পিতা-মৃত কাজল হাওলাদার, মাতা-মাহফুজা বেগম, সাং-খোলাপাড়া প্রকল্প আশ্রয় কেন্দ্র, গুচ্ছগ্রাম, ওয়ারলেছ, চাঁদপুর পৌরসভা, উভয় থানা ও জেলা-চাঁদপুর, ও মোঃ আল আমিন (২৫), পিতা-মৃত মোঃ জহির, মাতা-মৃত লাইলী বেগম, সাং-মোল্লা বাড়ী, পূর্ব বানিয়ারি, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর কে সন্দেহ ভাজন হিসেবে তাদের দেহ ও সাথে থাকা ব্যাগসহ তল্লাশি করে। এসময় ৩ জনের নিকট থেকে ৪,৫৫৭ (চার হাজার পাঁচশত সাত্তান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এরপর এদের তিনজন কে মাদক আইনে আটক করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার করা হবে বলে জানান মডেল থানা পুলিশ। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাহার মিয়া জানান, চাঁদপুর শহর কে মাদক মুক্ত করতে নানা ধরনের প্রক্রিয়া অবলম্বন করে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে বলে জানান।