মণিরামপুরের ডাংগামহিষদিয়া গ্রামে মোজাহিদ হোসেন (২০) নামের কলেজ পড়ুয়া এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের গোলাম আহম্মেদের পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোজাহিদ শয়নের ঘরে বাঁশের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে ঝুল দেয়। পরিবারের স্বজনরা টের পেয়ে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদকে মৃত. ঘোষণা করেন। জিহাদ মশিয়াহাটী ডিগ্রী কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রক্রিয়াধীন ছিলো। তবে, কলেজ পড়ুয়া যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। মণিরামপুর থানার উপ-পরিদর্শক একরামুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।