দিঘলিয়ায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৮ পিএম
দিঘলিয়ায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

"সঠিক তথ্য জানি এবং নাগরিক অধিকার মেনে চলি" এই শিরোনামে মঙ্গলবার (২৯ জানুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের হাজ্বী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দিঘলিয়া উপজেলার তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুনের সার্বিক তত্ত্বাবধান এবং সঞ্চলনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ রাজা। তথ্যকেন্দ্রের সকল কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তাগণ বাল্যবিয়ে, মাদক, গুজব, শিক্ষা, অধিক জনসংখ্যার অসুবিধা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রসূতি মায়ের পরিচর্যা, যুব ট্রেনিং, যুব ঋণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা তথ্য সেবা কেন্দ্রে সরকার কর্তৃক নারীদের উন্নয়নে সরকার কর্তৃক প্রদত্ত সকল ভাতা ও সহায়তার আবেদন (মা ও শিশু সহায়তা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ক্ষুদ্রঋণ, টিন, আশ্রায়ণের ঘর, নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন প্রাপ্তির আবেদন করা সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, শিক্ষা বৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা, বিভিন্ন প্রশিক্ষণ, চাকুরী ইত্যাদির আবেদন প্রেরণসহ ই-লার্নিং সেবা, পাবলিক পরীক্ষার ফলাফল অবহিতকরণ; ই-মেইল, ম্যাসেঞ্জার, ভাইবার, স্কাইপি'র সাহায্যে সেবাগ্রহীতার চাহিদা অনুযায়ী সরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগে সহায়তাকরণ। উঠান বৈঠকে নারী নির্যাতন দমন, বাল্যবিবাহ, ইভটিজিং, ফতোয়া, বিভিন্ন কুসংস্কার এবং নারীদের জীবন ও জীবিকা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিকরণ; নির্যাতনের স্বীকার নারীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, পুলিশ স্টেশন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাথে যোগাযোগ স্থাপনে সহায়তকরণ; মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, ওজন, উচ্চতা, তাপমাত্রা, রক্তে অক্সিজেনের পরিমাণ পরীক্ষাসহ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন অনুদানের আবেদন প্রেরণ ও ভ্যাকসিনের নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে