চারঘাটের শলুয়া মালেকার মোড় বাজার কমিটি গঠন

মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:০৬ পিএম
চারঘাটের শলুয়া মালেকার মোড় বাজার কমিটি গঠন

রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়নের মালেকার মোড় বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ওই বাজারের সকল ব্যবসায়ীদের সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুমের সভাপতিত্বে ও শলুয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম এর পরিচালনায় উক্ত কমিটি সভা অনুষ্ঠিত হয়। এতে মাইনুল ইসলামকে সভাপতি ও জাহাঙ্গীর আলম কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আনিসুর রহমান বাদশা, ক্যাশিয়ার মোশারফ হোসেন মাসুদ, সহ- সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ রিপন, প্রচার সম্পাদক মোঃ রাশু ইসলাম। বাজারের যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ, ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে এই কমিটি অনুমোদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা। পরে নবনির্বাচিত কমিটির নেতারা বাজারের সকল ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, মালেকার মোড় বাজারের সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমুলক ব্যবসায়ী সংগঠন। আমরা সকল ব্যবসায়ীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা ও কাজ করব এবং বাজার উন্নয়নে যে সব ভুমিকা নেয়া দরকার সবার মতামতের ভিত্তিতে আমরা পদক্ষেপ নেবো।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে