নেতাকর্মীদের তারেক রহমান

বিএনপির ওপর জনগণের আস্থা ও জনসম্পৃক্ততা নষ্ট করলে বহিষ্কার করা হবে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:১৩ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
বিএনপির ওপর জনগণের আস্থা ও জনসম্পৃক্ততা নষ্ট করলে বহিষ্কার করা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, "বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বহিষ্কারও করা হবে।" তিনি দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বার্থপরতা পরিহার করে জনগণের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানান।

বুধবার (২৯ জানুয়ারি) যশোর ও ঝিনাইদহে আয়োজিত পৃথক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালাগুলোতে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, “গত ১৭ বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকের অবস্থানে এসেছি। জনগণ আমাদের ওপর যে বিশ্বাস স্থাপন করেছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ ব্যক্তি স্বার্থে দলের স্বার্থ নষ্ট করলে তার জায়গা দলে থাকবে না।” তিনি আরও বলেন, “যারা দলের আদর্শের সঙ্গে যায় না, যারা জনবিচ্ছিন্ন, তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকবে না। আমরা খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। দলের প্রতি যারা অবিচল, তারাই দলের প্রকৃত শক্তি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে, যা দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করবে। তিনি বলেন, “প্রায় এক কোটি প্রবাসীকে ভোটে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের। ভবিষ্যতে দল রাষ্ট্রক্ষমতায় গেলে এ বিষয়ে আরও বিস্তারিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তারেক রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মেধাবীদের কোণঠাসা করে রেখেছে। তারা পেশীশক্তির মাধ্যমে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবে।” তিনি আরও বলেন, “বাজার সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সিন্ডিকেট ভেঙে অর্থনীতিকে শক্তিশালী করা হবে।”

তারেক রহমান বলেন, “বিএনপি রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করবে। অর্থনীতির ভারসাম্য ফেরাতে ব্যাংকিং খাত সংস্কার করা হবে। সিন্ডিকেট প্রথা দূর করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ জনগণকে দেশীয় পণ্য বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রাজনৈতিক কর্মীরা যদি জনগণের কাছ থেকে দূরে সরে যায়, তবে ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিএনপির ৩১ দফা পরিকল্পনা শুধু মুখে নয়, কাজে প্রমাণ করতে হবে। জনগণের জন্য কাজ করলে দলও সুফল পাবে।”

তারেক রহমান বলেন, “বিএনপি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন চায়। এটি কোনো জাদুর মাধ্যমে সম্ভব নয়, মন-মানসিকতার পরিবর্তন আনতে হবে। বিএনপির প্রতিটি কর্মীকে এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।

যশোরে আয়োজিত কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত উদ্বোধনী বক্তব্য দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু।

ঝিনাইদহে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং জনগণের সঙ্গে সরাসরি কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, “বিএনপির নেতৃত্বেই জনগণের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব। তার বক্তব্যে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্পষ্টভাবে উঠে আসে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে