ঝিনাইদহের কালীগঞ্জে হাজীপুর মুন্দিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্র রাম দা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে হাজীপুর মুন্দিয়া গ্রামের হযরত আলী বাড়ির পিছনের পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ পিস রাম দা উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত ৮ টার দিকে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় বস্তাবন্দি এ অস্ত্র উদ্ধার করেন। তবে কে বা কারা সেখানে এসব রাম দা রেখেছে তা জানতে পারেনি পুলিশ। কিন্তু অনেকের ধারনা বিগত সরকারের আমলে এসব অস্ত্র কোন না ঘটনায় ব্যবহার করা হত। আবার অনেকে বলছে সন্ত্রাসীরা নানা অপরাধ মুলক ঘটনায় ব্যবহার করতো। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এ সব রাম দা গুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার রাম দা গুলো থানায় আনা হয়েছে। তবে, কারা কেন এখানে এগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে যোগ করেন ওসি।