চাঁদাবাজী প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যের আহ্বান জামায়াতের

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:৩৪ পিএম
চাঁদাবাজী প্রতিরোধে ব্যবসায়ীদের ঐক্যের আহ্বান জামায়াতের

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্ল্যার সভাপতিত্বে বুধবার বিকালে শহরস্থ ডি আই টি ভবনের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারী আব্দুল আওয়াল। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল হাই, তরবিয়ত সেক্রেটারী মাও.ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাও.আবু তালিব প্রমূখ। বিভিন্ন স্থানে চাঁদাবাজদের প্রতিহত করতে জামায়াতের ভূমিকার প্রশংসা জানিয়ে সভায় উপস্থিত ব্যবসায়ীরা কালীগঞ্জেও চাঁদাবাজদের রুখতে জামায়াতে ইসলামীকে কার্যকরী ভূমিকা রাখতে অনুরোধ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসা শুধু একটি পেশা নয় এটি একটি বড় সুন্নত ইবাদত। তিনি আরও বলেন জামায়াতে ইসলামী সবসময় ব্যবসায়ী পাশে আছে এবং থাকবে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজী ও অপকর্ম রুখতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে