দাফনের চার মাস পর কবর থেকে কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০১:৪২ পিএম
দাফনের চার মাস পর কবর থেকে কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

পাবনার ভাঙ্গুড়ায় আদালতের নির্দেশে দাফনের চার মাস পর সানজিদা খাতুন নামের এক কলেজ ছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজীর উপস্থিতিতে চরভাঙ্গুড়া কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এসময় ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জানা গেছে, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদার সঙ্গে পার্শ্ববর্তী কৈডাঙ্গা গ্রামের সূর্য খানের ছেলে নিরবের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বখাটে নিরব কৌশলে মেয়েটির আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর থেকে ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। গত ৯ সেপ্টেম্বর মেয়েটিকে কলেজ থেকে কৈডাঙ্গা গ্রামে ডেকে নিয়ে যায় নিরব। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে  নিরব ও  তার বখাটে বন্ধু রমজান এবং মাহফুজ মিলে মেয়েটি পালাক্রমে ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরদিন ১০ সেপ্টেম্বর  বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়েটির বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন  দমন ট্রাইব্যুনালে গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে কথিত প্রেমিক নিরব ও তার বন্ধু মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম  বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মেয়েটির লাশ কবর থেকে তোলা হয়।ফরেনসিক পরীক্ষার জন্য লাশটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে