বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক সড়কে গাছ কেটে বেরিকেড দিয়ে গন ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় মালামাল খোয়া যাওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আজাদুল, আসাদ জানান, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে বেরিকেড দেয়। এরপর ওই সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজি চালিত অটো রিকশা, মটর সাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠি শোটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক থেকে কাটা গাছ অপসারন করলে যানবাহন চলাচল শুরু হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পাশ্ববর্তী সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাত দল এখানে আসে বলে জানা গেছে। ডাকাতদলকে সনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তবে কি পরিমান মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।