"মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২৯ জানুযারি ২০২৫ তারিখ ২১০০ ঘটিকায় বালিয়ামারী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন সীমান্ত পিলার ১০৭২/৪-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী ইনসান মোড় নামক স্থান হতে-০৩ জন আসামীসহ, (১) নামঃ মোঃ স্বাধীন আহমেদ (২১), পিতাঃ মোঃ আবু সাইদ, গ্রামঃ নয়াপাড়া, পোঃ বালিয়ামারী, (২) নামঃ মোঃ জাহিদ হাসান (২১), পিতাঃ মোঃ মোশাররফ হোসেন, (৩) নামঃ মোঃ আমিনুল ইসলাম (২১), পিতাঃ মোঃ সাইদুর রহমান উভয়ের গ্রামঃ শিবেরডাংগী, পোঃ চর রাজিবপুর, থানাঃ রাজিবপুর, জেলাঃ কুড়িগ্রাম, ভারতীয় ইয়াবা-৮৬ পিস, মোটর সাইকেল-০১ টি, মোবাইল ফোন-০১ টি, সীমকার্ড-০২ টি, মেমোরি কার্ড-০১ টি এবং নগদ টাকা-২৫০/-আটক করতে সক্ষম হয়। বর্ণিত আসামীদের বিরুদ্ধে চর রাজিবপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তসলিম উদ্দিন জানান, তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।