তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০২:১৭ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। গতকাল থেকে আমরণ অনশন শুরু করার পর আজ বৃহস্পতিবার কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এতে মহাখালী, গুলশানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ ২৮ বছর ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীরা নতুন করে তাদের দাবি জানাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সাত দফা দাবি
শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ নিম্নলিখিত সাত দফা দাবি উত্থাপন করেছে:
১. তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ।
২. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা।
৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা অথবা আবাসিক খরচ বহন।
৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন অন্তত দুটি নতুন বিষয় (আইন ও সাংবাদিকতা) সংযোজন।
৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ।
৬. শিক্ষার মান উন্নয়নে আসনসংখ্যা সীমিতকরণ।
৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার গঠনের জন্য জমি ও অর্থ বরাদ্দ।

গুলশান ট্রাফিক জোনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার জিয়াউর রহমান জিকো জানান, আন্দোলনের ফলে যানজট সৃষ্টি হয়েছে। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে, গত ৫ নভেম্বর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ঘোষণা দেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজকে নিয়ে নতুন নীতিমালা তৈরি করা হবে। যদিও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ ইসলাম অনিক বলেন, “আমাদের পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন। আমরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই এবং সরকার আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে তাদের আন্দোলন নিয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে