মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও এস.টি.এস ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান ।সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও কুসুমপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহিনা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাম্মত কামরুন্নাহার প্রধান শিক্ষক মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানে শতাধিক ক্রীড়াবিদ ও বিগত বার্ষিক পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবশেন করা হয়।