পাকুন্দিয়ায় কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পাকুন্দিয়ায় কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী  কৃষক দলের পৌর শাখার  দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে জালাল মোহাম্মদ গাউছ শাওন কে সভাপতি ও রাজিব আহম্মেদ কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  এ উপলক্ষে গত শনিবার বিকেলে পৌরসদরের ডাক বাংলা চত্ত্বরে আয়োজিত সম্মেলন পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের আহবায়ক জালাল মোহাম্মদ গাউছ শাওন। পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কৃষক দলের কিশোরগঞ্জ জেলার আহবায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন ভি.পি কামাল, কৃষক দল কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক হাজী মাসুক মিয়া, কেন্দ্রিয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুজ্জামান রিপন, যুগ্ম আহবায়ক মোঃ আঃ কদ্দুছ, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তাপস সাহা অপু, যুগ্ম আহবায়ক সাইফুল আলম আলমগীর, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন খান ছোটন, কৃষক দলের পাকুন্দিয়া শাখার সভাপতি শামছুল হক মিঠু, সাধারন সম্পাদক এবিএম বুরহান উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল হক জজ, পৌর বিএনপির ৫ নং ওয়াড সভাপতি হাজী মোঃ জসীম উদ্দীন প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে