বাবুগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে জরিমানা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৪ পিএম
বাবুগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে জরিমানা

বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুজনকে ৮ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি) বিকালে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের  আড়িয়াল খাঁ  নদীতে এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ সময় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর  ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর নতুনচর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি পৃথক মামলায় উজিরপুর উপজেলার কেশবকাঠি এলাকার মকবুল হোসেন সরদারের পুত্র মোঃ মোফাজ্জল সরদার (৫০) ও একই উপজেলার গুঠিয়া ইউনিয়নের মোঃ মালেক তালুকদারের পুত্র রাকিব  তালুকদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইন, ২০১০ অনুযায়ী ৮ (আট) লক্ষ টাকা অর্থদন্ড করেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন জনস্বার্থে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে