মুলাদীতে চুরির ঘটনায় থানায় অভিযোগ করায় বাড়ি থেকে উচ্ছেদ করতে এক গৃহবধুকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রামের ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। আহত গৃহবধুর নাম সোনিয়া আক্তার (২৫)। তিনি চরগাছুয়া গ্রামের মৃত সরোয়ার ব্যাপারীর মেয়ে। এক সন্তান ও ছোট ভাইকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করেন। গত ৭ জানুয়ারি তাঁর ঘরে চুরির ঘটনায় তিনি ১২ জানুয়ারি মুলাদী থানায় একটি অভিযোগ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর চাচা খায়ের ব্যাপারী, চাচাতো ভাই শহীদ ব্যাপারী ও তাদের লোকজন বাড়ি থেকে ঘর ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন বলে দাবি করেছেন সোনিয়া। সোনিয়া আক্তার জানান, গত ৭ জানুয়ারি ঘরের ট্রাঙ্ক ভেঙে ২ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়। ওই ঘটনায় ১২ জানুয়ারি মুলাদী থানায় একটি অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগে সন্দেহভাজন হিসেবে চাচা খায়ের ব্যাপারী, চাচাতো ভাই শহীদ ব্যাপারীসহ ৭-৮জনের নাম উল্লেখ করা হয়েছিলো। এতে তারা ক্ষিপ্ত হয়ে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে বাড়ির জায়গা-জমি তাদের কাছে বিক্রি করার জন্য চাপ দেন। কিন্তু টাকা দিতে অপরাগতা করায় এবং জায়গা বিক্রি করতে অস্বীকার করায় বুধবার রাতে খায়ের ব্যাপারী ও তার লোকজন গৃহবধুর ওপর হামলা চালায়। হামলাকারীরা সোনিয়াকে পিটিয়ে ও কুপিয়ে এবং গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সময় তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে রাতেই মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, গৃহবধুকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। গৃহবধুর চিকিৎসা এবং ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।