রংপুরে গোলচত্তরের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রংপুরে গোলচত্তরের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ

রংপুরের দমদমা ব্রীজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনা রোধে ও সড়কে নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গোলচত্তর বা ইউলুপ-ইউটার্ন করার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা মহাসড়ক ধর্মদাস তামপাট এলাকায় এ অবরোধ করেন তারা। এসময় মহাসড়কের দুইপার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি এলাকাবাসী। পরে সেনাবাহিনী এসে বিষয়টি উর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণ ও সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাৎক্ষণিক বসার সিদ্ধান্তে অবরোধ তুলে নেন তারা।  সেনাবাহিনী এলাকাবাসীর সাথে আলোচনায় বসেছেন বলে জানা গেছে। মহাসড়ক অবরোধ এ বিষয়ে স্থানীয় এলাকাবাসাী আবু বক্কর জানান, এই স্থানটিতে কোন গোল চত্বর না থাকায় কিংবা কোন ইউটার্ণ না থাকার কারনে রাস্তা পারাপার ও চলাচল খুবই বিপজ্জনক। প্রায় সময় দূর্ঘটনা ঘটে এখানে। এই মহাসড়কের কাজ শুরুর পর থেকেই দাবী তোলা হলেও কর্তৃপক্ষ সাড়া দেননি। এর আগেও আন্দোলন করা হয়েছে। সমাধানের কথা বললেও সমাধান করেনি তারা। এজন্য আজকে এলাকাবাসী এবং এখানকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা অবরোধ করেছেন। এর আগে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ধর্মদাস তামপাট এলাকাবাসী, সরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। বক্তব্য রাখেন শাহাদত হোসেন সাগর, এলাকাবাসী শাহানুর কবির মমিনুল ইসলামসজিবমোস্তাফিজার  মোঃ ইউনুছ আলী ছাত্র লিটন শাওন,নায়িম,রেদোয়ান, ছায়িম,সাজ্জাদ,শাহাদত হোসেন সাগর। সেনাবাহানীর আশ্বাসে রাস্তা অবরোধ তুলে

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে