শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

“অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে  মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।  র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে ৩৭ জন প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপকরণের মধ্যে রয়েছে ৩২টি হুইল চেয়ার, ১টি কর্ণার চেয়ার, ২টি ট্রাইসাইকেল ও ২টি ওয়াকার।  পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, শেরপুর সদর এমওডিসি ডা. রুবাইয়া তাসমিন রুম্পা, ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কি, ইন্সপেক্টর আঃ ওয়াহিদ, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী একেএস মঞ্জুরুল হক প্রমুখ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসানসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধীদের অভিভাবক ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে