মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা অঞ্চল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, ওসি মো. হাফিজুর রহমান সুমন সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সাংবাদিক সুব্রত দাস রনক, সহকারি নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। এ সময় ১২ জন ভিআইপিসহ ২৫০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে তুলেদেন অতিথিবৃন্দরা। পর্যায়ক্রমে উপজেলার ১৪ টি ইউনিয়নের সকল নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে এবং তার তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী জানুয়ারী মাসের মধ্যে এই বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান ।