এবারের গ্র্যামি উপস্থাপনা করতে যাচ্ছেন টেলর সুইফট

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২১ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
এবারের গ্র্যামি উপস্থাপনা করতে যাচ্ছেন টেলর সুইফট

৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবার উপস্থাপক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট। আজ রোববার লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই সংগীত অনুষ্ঠান। গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমি গত শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। লিখেছে, ‘এই রোববার গ্রামি অ্যাওয়ার্ডসে আমাদের সঙ্গে থাকছেন টেলর সুইফট। আপনারা সবাই প্রস্তুত তো? ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন। এদিকে সুইফট এদিন মঞ্চে গান পরিবেশন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তিনি এ বছর গ্র্যামির ৬ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। তার অ্যালবাম ঞযব ঞড়ৎঃঁৎবফ চড়বঃং উবঢ়ধৎঃসবহঃ পেয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ এবং ‘সেরা পপ ভোকাল অ্যালবাম’-এর মনোনয়ন। এছাড়া পোস্ট ম্যালোনের সঙ্গে তার গান ‘ঋড়ৎঃহরমযঃ’ পেয়েছে ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’ এবং ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে মনোনয়ন। অন্যদিকে গ্রেসি অ্যাব্রামসের সঙ্গে তার ‘টং’ গানটি সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW