শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, সোমবার দিবাগত রাত পৌনে একটায় শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরি ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউপির অন্তর্গত দক্ষিণ মুসলিমবাগ এলাকা থেকে মাদক কারবারী সুমন দাশ (৩২) ও রাজু দাশ (৩১) গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।