খুলনার পাইকগাছায় চককাওয়ালী গ্রামে মৃত মনির উদ্দীন গাজী পুত্র মশিউর রহমানকে মধ্যোযুগীয় কায়দায় নির্যাতন ও ঠেকাতে এলে তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। যুবকের স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা। উপজেলার চাঁদখালী চককাওয়ালী গ্রামে রোববার বিকালে মশিউর রহমান নিজ সবজিক্ষেত্রে কাজ করার সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী একই গ্রামের মৃত জমির উদ্দীন গাজী পুত্র আছাদুল, আহাদ ও আমিনুর গাজী, আছাদুল গাজী পুত্র সোহেল গাজী, আহাদের স্ত্রী ঋতু বেগম, আমিনুর গাজী স্ত্রী জেসমিন নাহার, হাবিবুল্লাহ গাজী স্ত্রী ফাতেমা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মধ্যোযুগীয় কায়দায় এ যুবককে নির্যাতন করে। দুর্বৃর্ত্তরা যুবক মশিউর মৃত্যু ভেবে ফেলে রেখে চলে যায়। এ-সময় চিৎকার শুনে তার স্ত্রী শাহানা খাতুন ও মা ঠেকাতে এলে তাদেরকে বিবস্ত্র সহ শ্লীলতাহানি করে এ সংঘবদ্ধ চক্র। মামলা সূত্র ও স্থানীয়রা জানান, পাওনা ৯,৮৫,৫০০ টাক মামলা(সিআর ২৩৪/২৪) করায় জামিনে এসে আছাদুল গাজী সংঘবদ্ধ ভাবে পুর্বপরিকল্পনা অনুযায়ী মধ্যোযুগীয় কায়দায় মারপিট করে মৃত্যু অবস্থা ফেলে রেখে চলে যায়। যুবকের সবজিক্ষেত্রে প্রবেশ করে ব্যাপক ক্ষতিসাধন ও কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় তার স্ত্রীকে শ্লীলতাহানি স্বর্ণালোংকার ছিনিয়ে নিয়ে ধর্ষণে হুমকি প্রদান করে এ দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন গুরুত্বত আহত যুবককে এদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের ও ভাঙা চিহ্ন দেখা যায়। মঙ্গলবার পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। আদালত পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।