অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে নগরীতে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে আলোচনা সভা এবং উপকরণ বিতরণের পূর্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একইদিন সকালে কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে গৌরনদীতে র্যালি বের করা হয়। শেষে স্থানীয় কারিতাসের হলরুমে প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতৌষী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার জেমস্ রিঙ্কু গোমেজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।