শাশুনিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিএনপি'র শুভেচ্ছা মিছিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৯ পিএম
শাশুনিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিএনপি'র শুভেচ্ছা মিছিল

আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপি'র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় আশাশুনি বাজার বটতলা থেকে উপজেলা বিএনপি'র একাংশের একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, আহবায়ক আসিফুর রহমান তুহিন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল হক খোকন, যুগ্ম-আহবায়ক খায়রুল আহসান, সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, যুবদলের আহবায়ক শরিফুল আহসান খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুর রহমান, বিএনপি নেতা জুলফিকার আলী জুলি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন বলেন, দীর্ঘদিন জেলা বিএনপি'র নেতৃবৃন্দের একগুয়েমী, আত্মীয়করণ ও আশাশুনির জুনিয়র আওয়ামী দোষরদের নেতৃত্বের সহযোগীতা করেছেন। যার ফলে তাদের তৈরী করা কমিটি প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী দোসরদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে সন্মেলন করে পকেট কমিটি তৈরী করে আসছিল। এ ব্যপারে আমার দীর্ঘদিন কেন্দ্রীয় ও জেলা বিএনপি'র নেতৃবৃন্দের কাছে অভিযোগ ও আন্দোলন করে আসছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের অভিযোগ আমলে নিয়ে আজ রোববার থেকে আশাশুনির সকল ইউনিটের সন্মেলন ও কমিটি গঠন করা সহ সকল কার্যক্রম স্থগিত করেছে। সে জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমরা শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছি। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে