বন্দর কমিটির নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতের দায়িত্বে থাকা জেলার বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মওদুদ হোসেনকে (৬২) মারধর করে কান ধরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ উর রহমান বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। থানার ওসি মো. মোস্তফা জানিয়েছেন, ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ী মওদুদ হোসেনের ওপর হামলা ও কান ধরানোর ঘটনায় বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরেছে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে দুই ঘন্টা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বিচারের আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের শান্ত করেছেন। সূত্রমতে, বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত হন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বন্দর বাজার জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. মওদুদ হোসেন, ব্যবসায়ী মো. দুলাল, কৃষ্ণ পাল ও কালা চাঁদ কুন্ডু। গত পহেলা ডিসেম্বর দুপুরে মাস্ক পরিহিত এক যুবক মো. মওদুদের দোকানে এসে তার সাথে জরুরি কথা বলার ছলে পাশের এক গলিতে নিয়ে যায়। সেখানে অবস্থানরত একাধিক যুবকরা ব্যবসায়ী মওদুদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা ব্যবসায়ী মওদুদকে ভোটার তালিকা হালনাগাদ করলে পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে ব্যবসায়ী মওদুদকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। হামলা ও কান ধরার একটি সিসি টিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পরে। বন্দরের অসংখ্য ব্যবসায়ীরা জানান, বিএনপি সমর্থিত একটি গোষ্ঠী পকেট কমিটি করার জন্য এবং নির্বাচনকে বানচাল করতে এ হামলা চালিয়েছে।