আগামী ২৬ ফেব্রুয়ারি আশাশুনিতে কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের আগমন সফল করতে উপজেলা জামায়াত প্রস্তুতি সভা করেছে। রোববার বাদ মাগরিব উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজার জামাতের অস্থায়ী কার্যালয়ে মাসিক বর্ধিত সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিত এ প্রস্তুতি নেওয়া হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সহ-সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, শুরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডঃ আবদুস সোবহান মুকুল ও মাওঃ আবু বকর সিদ্দিক। সভায় উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, নূরুল আবছার মুরতাজা, মাওঃ মোশাররফ হোসেন, সহ সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান, ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা শুরা ও কর্ম পরিষদের দায়িত্বশীলগন, ১১ ইউনিয়নের আমীর-সেক্রেটারিসহ মিডিয়া বিভাগের সভাপতি অহিদুজ্জামান শাহিন, সেক্রেটারি জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।