কোরাপাড়ায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৪ পিএম
কোরাপাড়ায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহের যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কোরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মেহগনি বাগান থেকে আরজেএসএম ৩৬ মডেলের এই গ্রেনেডটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর বিশেষ দল নিস্ক্রিয় করে। বিস্ফোরক দ্রব্য থাকতে পারে এমন সন্দেহে সোমবার সকাল থেকে ঐ এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। একপর্যায়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বিশেষ দল তল্লাশি চালায়। পরে স্থানীয় ইরাদ আলীর ছেলে কালা মিয়ার বাগান থেকে হ্যান্ড গ্রেনডটি  উদ্ধার করা হয়।স্থানীয় শেখ রিদয় আহমেদ বলেন, সকাল ৭টা থেকে পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মিরাজুল হোসেনের বাগানে এ অভিযান চালাতে থাকে যৌথবাহিনী। দিন শেষে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর বিশেষ দল গ্রেনেডটি নিস্ত্রিয় করে। মেজর আকিদুর রহমান রুসাদ বলেন, আমরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের জনৈক সিরাজুল ইসলামের একটি মেহগনি বাগানের ভিতর বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। এর পর থেকে আমরা ওই এলাকাটি ঘিরে রাখি। পরে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম ডিপোজাল ইউনিটের সদস্যরা এসে মেহগনি বাগানের একপাশের একটি স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি তাজা ‘আর্জেস গ্রেনেড হ্যান্ড ৩৬’ উদ্ধার করে এবং সেটিকে ধ্বংস করে। তবে কারা সেখানে রেখেছে এ বিষয়ে তিনি কিছুই বলেননি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনী একটি দল অভিযান পরিচালনা করে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পরে সেটি সেনাবাহিনীর বিশেষ দল নিস্ক্রিয় করে।

আপনার জেলার সংবাদ পড়তে