শেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় ভারতীয় রয়েল স্ট্যাগ ও রয়েল গ্রীণ ব্র্যান্ডের ৩৬ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরের এ অভিযানে আটকরা হলেন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পূর্বসমশ্চূড়া গ্রামের আ. রহমানের ছেলে মো. আজিজ (২৫) , একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম (২৫) ও পার্শ্ববর্তী পোড়াগাঁও গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে মো. সাঈদ ইসলাম ওরফে সিয়াম (১৯)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মো. সালেমুজ্জামানের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম, এসআই জুয়েল, এসআই শুভ্র, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ পাল সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. আজিজ, আমিনুল ইসলাম ও মো. সাঈদ ইসলাম ওরফে সিয়ামকে ৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ আটক করা হয়।
এ ব্যাপারে ডিবির ওসি সালেমুজ্জামান বলেন, আটক তিন মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা মদ গুলো পাচারের জন্য শেরপুরে নিয়ে এসেছিল। এঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।