কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৪ পিএম
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (৭১) আর নেই। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মরহুম কানাই কারিকরের ছেলে মুজিবর রহমান গত কয়েক মাস যাবত ফুসফুসে ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বাদ আসর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে জানাজা নামাজ শেষে শিবপুর জামে মসজিদ ঈদগাহ সংলগ্ন  কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম শাহাদাত হোসেন, রতনপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এশার আলীসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান (৭১) আর নেই। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মরহুম কানাই কারিকরের ছেলে মুজিবর রহমান গত কয়েক মাস যাবত ফুসফুসে ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বাদ আসর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে জানাজা নামাজ শেষে শিবপুর জামে মসজিদ ঈদগাহ সংলগ্ন  কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম শাহাদাত হোসেন, রতনপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এশার আলীসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।