কালীগঞ্জে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে ঝুকি নিয়ে চলাচল

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০১ পিএম
কালীগঞ্জে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে ঝুকি নিয়ে চলাচল

ঝিনাইদহের কালীগঞ্জের বেথুলীর খোড়ার বাজারের ত্রিমোহনি থেকে ত্বত্তিপুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার দু,পাশের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার কারণে রাস্তা দিয়ে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তাটির দুই পাশে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পরিনত হয়েছে। সামনে বর্ষা হলে খাদগুলো আরো বড় আকার ধারণ করবে। কোথাও কোথাও পুরো রাস্তাটাই ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরী হয়েছে। দীর্ঘদিন এভাবে রাস্তাটি ভেঙ্গে থাকলে ও মেরামতের তেমন কোন উদ্যোগ নেই।অনেক সময় রাতে ঘটে ছোট বড় দূর্ঘটনা, বিশেষ করে বিভিন্ন ইজ্নিন চাীলত যান ও মটর সাইকেল, ভ্যান, রিকসা এসব খাটে পড়ে যায়। রাস্তাটি অখিক সময় থাকে খুবই ব্যাস্ততম সড়ক। এলাকার মানুষের চলচলে একমাত্র ভরসা এই সড়কটি।  সরেজমিনে গিয়ে দেখা যায়, এই রাস্তার দুইপাশে ছোট বড় ৩০টির অধিক জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে গ্রামীন এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন ও জনসাধারনের চলাচল অনুপযোগি হয়ে পড়ছে। কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের নান্নু মিয়া বলেন,প্রায় ৩ বছর আগে রাস্তাটি নির্মান কাজ শেষ হয়েছে। এতো সুন্দর একটি রাস্তা আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। কিন্তু বছর না ঘুরতেই রাস্তাটি ভাঙ্গতে শুরু করে এবং এখন তা প্রকট আকার ধারন করেছে। রাস্তার অনেক জায়গায় ভেঙ্গে গেছে, এখনই ব্যবস্থা না নিয়ে পুরো রাস্তাটায় শেষ হয়ে যাবে এবং এই ভাঙ্গার কারনে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। প্রতিদিন বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা ও বিভিন্ন পন্য বহনের গাড়ি গুলিতে ঝুকি নিয়ে চলাচল করছে।এলাকাবাসি দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাবার জন্য নিজেরা পাটি ও বালির বস্তা দিয়ে ভরাট করেছে বিভিন্ন্ ভাঙ্গার স্থান গুলো। কিন্তু তাতে ও কোন ভাবে রক্ষা পাচ্ছে না ক্রমান্বয়ে রাস্তার বিভিন্ন স্থানে ভাংতেই আছে। উপ-সহকারী প্রকৌশলী (সওজ) মাসুদ রানা বলেন, আমি নতুন এসেছি, আজই খোঁজ নিয়ে দেখছি। অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

আপনার জেলার সংবাদ পড়তে