সেনবাগের দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:২৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সেনবাগের দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

বিএনপি নেতা মিজানুর রহমানের বাড়িতে হামলা ভাংচুরের মামলা সহ একাধিক মামলার পলাতক দুই আসামি সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগ  সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। সোমবার  মঙ্গলবার ভোরে তথ্যপ্রযুক্তির সহয়তায়  চট্টগ্রামের পাহাড়াতলী  থানা পুলিশের সহয়তায় সেনবাগ থানার এসআই সনদ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাদের দুইজনকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আবদুল্লাহ আল মামুন সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ৭নং ওয়ার্ড দেবীসিংহপুর গ্রামের ছেলাম ভূঁইয়া বাড়ির মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে এবং সাইফুল ইসলাম একই ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী ও ৭নং ওয়াড দেবীসিংহপুর  গ্রামের আমজু মিয়াজী বাড়ির মৃত আজিজ উল্লাহ ছেলে। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান,গ্রেফতারকৃদের বিরুদ্ধে বাড়িঘর, দোকান-পাট ও বিএনপির অফিস ভাংচুর সহ তিনটি মামলার আমামি হিসেবে বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।




0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে