পাকুন্দিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩৮ পিএম
পাকুন্দিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট’র পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামের একটি এনজিও সংস্থা এ সংলাপের আয়োজন করে। বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপের আয়োজন করা হয়। 

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপ-পরিচালক মো.মহসিন খান, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম বিপ্লব, উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসাইনী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন বর্মন ও পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন প্রমুখ। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন। এসময় দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো.আক্তারুজ্জামান এবং সিলেট অঞ্চলের এরিয়া ফিল্ড কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা প্রমুখ উপস্থিত ছিলেন। 


সহিংসতা ও সামাজিক সচেতনতা তৈরীতে ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধ করা, আন্তঃধর্মীয় সম্প্রীতি চর্চা ও শান্তিপূর্ণ সহাবস্থানে দায়বদ্ধতা সৃষ্টি, বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানবোধের ভিত্তিতে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ ও সম্পর্ক সৃষ্টি করা, ধর্মীয় বিদ্বেষের  স্থানীয় ও জাতীয় ঘটনাবলির পর্যালোচনা ও প্রতিকারে করণীয় নির্ধারণে এ আন্তঃধর্মীয় সংলাগের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্মের দায়িত্বশীল প্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে